Image description

বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচে দর্শক গ্যালারিতে বেঙ্গল টাইগার থিমে সাজা একটি বিদেশি পরিবারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে খুব ভাইরাল হয়েছে। মা–বাবা আর পাঁচ শিশুসন্তানের কারও মাথায় লাল-সবুজ, কারও গালে লাল-সবুজ। এঁরা কারা, কবে থেকে বাংলাদেশ ফুটবল দলের সমর্থক? খোঁজখবর করলেন জাওয়াদুল আলম