Image description

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সময় কাটছে বাংলাদেশের। প্রথম ম্যাচে তিমুর লিসতেকে ৫-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও গোলের বন্যা বইয়ে দিয়েছে লাল-সবুজের যুবারা। সোমবার (২৪ নভেম্বর) ‘এ’ গ্রুপের খেলায় ব্রুনাই দারুসসালামকে ৮-০ ব্যবধানে বিধ্বস্ত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

চোংকিংয়ের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে শুরু থেকেই দাপুটে লাল-সবুজরা। ম্যাচের ১৩তম মিনিটে আসে প্রথম সাফল্য। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে জালে বল জড়ান ফরোয়ার্ড অপু রহমান।

ব্যবধান দ্বিগুণ হতে অপেক্ষা মাত্র ১০ মিনিটের, এবার দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে জালে বল জড়ান আরেক ফরোয়ার্ড রিফাত কাজি। আসিস্টের পর এবার গোলদাতা অধিনায়ক নিজেই, ৩৬তম মিনিটে ডিফেন্ডার ইশান হাবিব রিদুয়ানের থ্রুকে গোলে পরিণত করতে ভুল করেননি ফয়সাল। পরের মিনিটেই দূরপাল্লার শট থেকে ব্যবধান ৪-০ করেন বাংলাদেশ নাম্বার নাইন মোহাম্মদ মানিক।

বিরতি থেকে ফেরার পর চলেছে গোল উৎসব। এই অর্ধেও যোগ হয় আরও চার গোল। ৪৯তম মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন অপু। জোড়া গোলে নাম লেখান আরেক ফরোয়ার্ড রিফাতও। প্রতিপক্ষ গোলরক্ষক ভুল করলেও, ভুল করেননি তিনি। ফয়সালের নেয়া শটে ফিরতি শটে জালে বল জড়ান।

ম্যাচের ৭৬তম মিনিটের সপ্তম গোলের অবদান মিডফিল্ডার মোহাম্মদ আরিফের। এবার যথারীতি হেডকোচ গোলাম রব্বানী ছোটন পরখ করলেন সাইড বেঞ্চ। বদলি বায়েজিত বোস্তামি ম্যাচ শেষের ১১ মিনিট আগে করেন দলের অষ্টম ও শেষ গোলটি। পুরো ম্যাচেই ব্রুনাইয়ের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখায় টিম বাংলাদেশ। যদিও গোলের সুযোগ নষ্ট হয়েছে, এমনকি একাধিক শট ফিরেছে বারপোষ্টে, তাতে ৮-০ গোলের ব্যবধানে সন্তুষ্ট থাকতে হয় লাল-সবুজের যুবাদের।