কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে বাংলাদেশ। রোববার (২৩ নভেম্বর) জয়ের সুবাতাস নিয়েই মিরপুর স্টেডিয়ামে পঞ্চম দিনের খেলা শুরু হচ্ছে। জয় থেকে আর মাত্র ৪ উইকেট দূরে আছে টাইগাররা।
শেষদিনে আইরিশ ব্যাটার কার্টিস ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ রানে শেষ দিনের খেলা শুরু করবেন। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। দুই ওপেনার বালবার্নি ও স্টারলিংকে তুলে নেন তাইজুল ইসলাম। সাকিবকে হটিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এখন তাইজুল। কার্মিচেলকে সাজঘরের পথ দেখান হাসান মুরাদ। অর্ধশত করেই মুরাদের শিকার হ্যারি ট্যাক্টর।
ইনিংস লম্বা হয়নি লরকান টাকারেরও। ৫০৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান করে চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড।