Image description

‘আমাকে তিন-চার লাখ টাকা বেতন দিলেও আমি নারী দলের সঙ্গে কাজ করব না’—খুনসুটির মধ্যেই কথাটি বলেছেন বিসিবির দায়িত্বশীল এক কর্মকর্তা। সম্প্রতি নারী ক্রিকেট ইস্যুতে একের পর এক ঘটনা এতটাই নাড়িয়ে দিয়েছে দেশের ক্রীড়াঙ্গনকে। এখন নারীদের নিয়ে কাজ করতেও রীতিমতো ভয় পাচ্ছেন অনেকেই। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ খালেদ মাহমুদ সুজনের মনেও জেগেছে সেই শঙ্কা।

এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে ভবিষ্যতে কেউই তার সন্তানকে নারী দলে যেতে দেবেন না বলে মনে করেন খালেদ মাহমুদ। তিনি বলেন, ‘জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে যদি এমন হয়, ক্লাব লেভেলে কী হচ্ছে ওইটা তদন্ত করা উচিত। দিন শেষে আমার মেয়ে আছে, আমি তো আমার মেয়েকে ক্রিকেট খেলতে পাঠাব না। অবশ্যই পাঠাব না। এ রকম যদি হয় মেয়েরা নিরাপদ না তাহলে আপনি কেন পাঠাবেন।’

অনেকেই মন্তব্য করেন, ভবিষ্যতে নারী বিভাগের সঙ্গে কাজ করতে দু-একবার চিন্তা করতে হবে। বিসিবির সাবেক অধিনায়ক খালেদ মাহমুদও সেই সুরেই কথা বললেন। তিনি বলেন, ‘আমার স্ত্রী যদি বলে তোমরা এরকম করো নাকি ক্রিকেট বোর্ডে, এই জায়গায় আমার স্ত্রীর কাছে তো ছোট হচ্ছি। তোমাদের ক্রিকেট বোর্ডে এসব হয়? আমি তো চিন্তা করছি পরবর্তীতে কে নারী দলের কোচ হতে চাইবে? সবার জন্য তো একটা হুমকি হয়ে যাচ্ছে জিনিসগুলো। আমার মনে হয় একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।’