Image description

বড় একটা ফাঁড়া কেটে গেছে তামিম ইকবালের। মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছেন তিনি। তার পরিচয়টা ক্রিকেটারের। আর তাই এখন উঠে আসছে একটা সম্পূরক প্রশ্ন, তামিম কবে ক্রিকেটে ফিরবেন? আদৌ আর ক্রিকেটে ফিরতে পারবেন তো?

আন্তর্জাতিক ক্রিকেটকে আর কিছু দেওয়ার নেই বাংলাদেশের সাবেক অধিনায়কের। সেখান থেকে অবসরই নিয়ে নিয়েছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে আরও কিছু দিন খেলার ইচ্ছে ছিল তার। তবে হৃদরোগ তাতে বাধ সেধে বসল।

 

শুধু কি ক্যারিয়ার? তার জীবনও কি গেল ২৪ মার্চ হুমকির মুখে পড়ে যায়নি? ২২ মিনিট তো তার দমই ছিল না! সেখানে ক্রমাগত সিপিআর দেওয়ার পর তবেই না নিঃশ্বাস ফিরেছে তার।

এরপর তার হার্টে স্টেন্ট বসেছে। এখন তিনি সুস্থই আছেন অনেকটা। বর্তমানে তিনি আছেন এভারকেয়ার হাসপাতালে, আজ তাকে সিসিইউ থেকে রুমে নেওয়া হয়েছে। এরপর তিনি বাড়িতেও যেতে পারবেন।

তবে এরপর তামিমের সামনে কঠিন পথ পড়ে আছে। নানা নিয়ম মানতে হবে তাকে। বিষয়টা জানিয়েছেন মেডিক্যাল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবউদ্দিন তালুকদার। তিনি বলেন, ‘এমন হার্ট অ্যাটাকের পর এসব রোগীদের খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে। ব্লক না হলেও হতে পারে। তাই ওনাকে অ্যাসেস করতে হবে, নিয়মিত ফলোআপে থাকতে হবে। লাইফস্টাইল বদলাতে হবে, মোটিভেশন করতে হবে। তামিমের টিম ও তামিমের পরিবার এবং তামিমকে নিজেরও আমাদের সঙ্গে কো-অপারেট করতে হবে।’

এত কিছুর পর তামিম ক্রিকেটে ফিরবেন কবে? আদৌ ফিরে আসতে পারবেন তো? এমন প্রশ্নের জবাবে তামিমের চিকিৎসক বলেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারব।’