নীলফামারীতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক জামায়াতে যোগদান করেছেন। আজ সোমবার (২৬ জানুয়ারি) রাত সারে আটটার দিকে জেলা শহরের টুপামারী ইউনিয়নের মডেল মসজিদ সংলগ্ন আট নম্বর ওয়াড এলাকায় জামায়াতের আয়োজিত নির্বাচনী পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বলে জানানো হয়। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন নীলফামারী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আলফারুক আব্দুল লতিফ।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন টুপামারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সহিদুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সভাপতি আউয়াল হোসেন ও সাবেক ছাত্রদল কর্মী সোহেল ইসলাম সহ অর্ধশতাধিক সমর্থক।
জামায়াতে যোগদানকারীরা যোগদান অনুষ্ঠানে অভিযোগ করে বলেন দীর্ঘদিনের নির্যাতিত আমরা। অথচ এখন বিএনপি কোনো মূল্যায়ন করছে না। এছাড়া বিএনপি ‘হ্যাঁ’ ভোটকে সমর্থন না করে "না "ভোটের পক্ষে ঘোষনা দিয়েছে। তাই আমরা জামায়াতে যোগদান করতে বাধ্য হলাম।
ওই যোগদান অনুষ্ঠানের পথসভায় জামায়াত প্রার্থী আলফারুক আব্দুল লতিফ বলেন, একটি রাজনৈতিক দলের দুর্নীতি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়েই প্রায় ৫০জন নেতাকর্মী বিএনপি ছেড়ে আজ রাতে জামায়াতে যুক্ত হয়েছেন। আমরা তাদের স্বাগত জানিয়েছি। জামায়াতের আদর্শ ও জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে আমাদের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক জানান, আমাদের বিএনপির কোন ত্যাগী নেতাকর্মী বা সমর্থক বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান করেছে এমন কোন ঘটনা নেই। নীলফামারী সদরে বিএনপির প্রার্থী হলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চোধুরী তুহিন। আমাদের প্রার্থীর পক্ষে প্রতিটি এলাকার বিএনপির নেতাকর্মী সমর্থকরা কাজ করে যাচ্ছেন। বিএনপির প্রার্থী বিপুল ভোটে বিজয় নিশ্চিৎ যেনে হয়তো কোন সাজানো ঘটনা কেউ ঘটাচ্ছেন। তবে বিএনপির কোন নেতাকর্মী দল ছেড়ে যাননি।