Image description

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বৃহস্পতিবার নির্বাচনি জনসভায় বলেছেন, তাকে হত্যা না করা হলে নানা মামলা দিয়ে নির্বাচন থেকে সরানো সম্ভব নয়। তিনি বলেন, “আমাকে মেরে না ফেললে ৬৪, ৬৪ হাজার মামলা দিয়েও আমাকে নির্বাচনের পথ থেকে সরানো যাবে না।”

 


ঝাউদিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে মুফতি আমির হামজা বলেন, তিনি নিজের জন্মস্থান এই থানায়। “আমি আপনাদের জন্য অনেক কিছু করতে চাই। আজ আপনাদের সে কথাই জানাবো,” তিনি যোগ করেন।


তিনি আরও অভিযোগ করেন, তার নামে বিভিন্ন সময়ে করা বক্তব্যগুলোকে কেটে এবং ভুলভাবে ছড়িয়ে রাজনৈতিক সুবিধা অর্জনের উদ্দেশ্যে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি জানান, ৫০ কোটি টাকার মানহানি মামলা তার বিরুদ্ধে করা হয়েছে।

 


সমাবেশে মুফতি আমির হামজা মহিলাদের নিয়ে করা একটি ঝাঁটা মিছিলকেও উদ্দেশ্য করে বলেন, “যে মহিলার নেতৃত্বে মিছিল হয়েছিল, তিনি মাদক ব্যবসায়ী। তিনি বহুবার মাদক সংক্রান্ত কারণে জেলে গেছেন।”

 


নারী অধিকার ও কর্মসংস্থান বিষয়েও তিনি বক্তব্য দেন। তিনি জানান, ক্ষমতায় গেলে নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কর্মসংস্থান বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। তিনি কুষ্টিয়ায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও আদ্‌দ্বীন হাসপাতালের সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান।


সমাবেশে আসরের নামাজের আয়োজন করা হয়, যেখানে মুফতি আমির হামজা নিজেই ইমামতি করেন।