নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে গিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মান্নাকে দেখতে যান বিএপির এ নেতা।
এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন। মির্জা ফখরুলের সঙ্গে বিএপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না।
জানা গেছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে প্রার্থী হয়েছেন মাহমুদুর রহমান মান্না। তিনি বিএনপির সমর্থন পেয়েছেন।
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। গত সপ্তাহে তার আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তার মনোনয়নপত্র বৈধ হয়।