Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের এনসিপি মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, জান দিয়ে দেব, রক্ত লাগলে রক্ত দেব তবুও কাউকে একটা ভোট চুরি করতে দেব না।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে আটোয়ারী উপজেলা জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যালয়ে এক নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, আপনাদের বিবেককে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাবেন। ২৪ সালের ৫ই আগস্টের পরে এই রাষ্ট্রে সবার জন্য একটা ভালো ফিল্ড ছিল। আপনাদের বিবেককে আবারও প্রশ্ন করে দেখুন, সবার জন্য সমান সুযোগ থাকার পরও কারা এখানে চাঁদাবাজি করেছে, কারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।

তিনি বলেন, আপনাদের তুলনা করতে হবে কারা এসবের মধ্যে জড়িত। যদি এনসিপির মধ্যে জড়িত থাকে তাহলে আমাদের ভোট দিতে হবে না। যারা এমন কাজ করে তাদের বয়কট করতে হবে। একটা ভোট অনেক গুরুত্বপূর্ণ। এই একটা ভোট দিয়ে এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, একটা দেশ পাঁচ বছর চলে। এই একটা ভোট যদি আমরা বিক্রি করি, আমরা যদি ভয়ের কাছে ভোট বিক্রি করি, আমরা যদি ক্ষমতার অপব্যবহারের কাছে ভোট বিক্রি করি, তাহলে এই একটা ভোটই আমাদের আবার আগের জায়গায় নিয়ে যাবে।

উপস্থিত কর্মীদের উদ্দেশে সারজিস বলেন, আপনাদের কাছে অনুরোধ একটাই, আপনাদের নীতিকে ঠিক রাখতে হবে। ভোট চোরদের আস্তানা এই বাংলায় হবে না। ২৪ সালে দেখিয়ে দিয়েছি, এই ২৬ সালেও দেখানো হবে। আমাদের মনে, মাথায়, মননে, মগজে এই চিন্তা থাকে সাধারণ জনগণের একটা ভোট যে কুক্ষিগত করবে আমরা তাকে উপযুক্ত জবাব দিয়ে তার আসল ঠিকানায় পাঠিয়ে দেব।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড়ের আমির অধ্যাপক মো. ইকবাল হোসেনসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।