ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ একজন কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের টেলিবৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় গুরুত্বপূর্ণ এই টেলিবৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকটি আধাঘণ্টা ধরে চলে। ট্রাম্প প্রশাসনের শীর্ষ ওই কর্মকর্তা হলেন জেমিসন গ্রিয়ার।
জানা গেছে, বৈঠকের শুরুটা ছিল অনেকটা নাটকীয়। এতে ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয় আলোচনায় উঠে আসে। গ্রিয়ার জানতে চান, এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কী। বিশেষ করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কী।
এসময় তারেক রহমান স্পষ্ট করে বলেন, “সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে আমাদের সম্মতি রয়েছে। সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে আমাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই।”
বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এই টেলিবৈঠকের খবর নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত বলতে রাজি হননি।
ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন, “বৈঠকটির বিশেষ তাৎপর্য রয়েছে। বলে রাখা ভালো, এই মূহূর্তে তারেক রহমানের সরকারি কোনো অবস্থান নেই। এরমধ্যে বৈঠকটি বিশেষ গুরুত্বের দাবি রাখে।”
বৈঠকে উপস্থিত ছিলেন-ব্রেন্দা লিঞ্চ, এমিলি আশবী, রিকি সুইজার, স্যাম মুলাপলাস, ডি. আর সেকিঞ্জার।
শীর্ষনিউজ