Image description
 

সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের তিন সন্তান ফাহিম আফসার আলম, ফারহান সাদিক আলম ও তানিশা আলমের নামে গত ২৭ নভেম্বরে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়।

 

নির্ধারিত সময়ের মধ্যে তারাও সম্পদ বিবরণী দাখিল করেননি এবং কোনো সময়ের আবেদনও জানাননি। এ কারণে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় তাদের তিনজনের বিরুদ্ধেও পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুদক।

 

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন। তিনি জানান, আইন অনুযায়ী কমিশন পরবর্তী পদক্ষেপ নিয়েছে।