প্রায় দেড় ঘণ্টা অবস্থান শেষে পরিবারসহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি সপরিবারে যমুনা ত্যাগ করেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, ড. ইউনূসের সঙ্গে নৈশভোজে অংশ নেন তারেক রহমান। এ সময় তারেক রহমানের স্ত্রী ডা. জুবায়েদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং ড. ইউনসের মেয়ে দিনা আফরোজ ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা (তারেক রহমান ও তার পরিবার) এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে-অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন তারেক রহমান। গুলশানের বাসভবন থেকে পরিবারসহ যমুনায় আসেন তিনি।
এর আগে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে দেখা করবেন। তিনি বলেন, সৌজন্য সাক্ষাতে সাধারণত কোনও নির্ধারিত এজেন্ডা থাকে না। এটি একটি হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ হতে যাচ্ছে।
আইন উপদেষ্টা আরও উল্লেখ করেন, সম্প্রতি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় সরকার যেভাবে সহযোগিতা করেছে, তাতে তারেক রহমান ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মূলত সেই কৃতজ্ঞতাবোধ এবং পারস্পরিক সৌজন্যবোধ থেকেই এই সাক্ষাতের আয়োজন বলে ধারণা করা হচ্ছে।