Image description

নাটকীয়তার পর শেষমেষ ১১ দলীয় জোট ছেড়ে বের হয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে ইঙ্গিত দিয়েছে জোটের একাধিক নেতা। আসন সমাঝোতা নিয়ে সৃষ্ট জটিলতায় দফায় দফায় আলোচনার পরও সমাধান না হওয়ায় ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটি। আজ দুপুরের মধ্যে জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্তে আসবেন বলে জানা গেছে। 

জানা গেছে, গত কয়েকদিনে জোটের সঙ্গীদের সঙ্গে ইসলামী আন্দোলনের কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। সবশেষ খেলাফত মজলিসের একাংশের আমির মাওনালা মামুনুল হক আবারও চরমোনাই পীরের সঙ্গে যোগাযোগ করে মধ্যস্থতার চেষ্টা করেন। তবে তাতে কোনো সমাধান আসেনি। 

জোটের একাধিক শরিক ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে জোটে থাকা সম্ভব হচ্ছে না। জোটে থাকতে কমপক্ষে ৮০ আসন নির্বাচন করতে আগ্রহী তারা। 
 
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের গণমাধ্যমকে জানান, আজ দুপুরের মধ্যে জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। এরপর গতকাল স্থগিত হওয়া সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। খেলাফত মজলিসের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, জোটের অন্য শরিকেরা ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে একমত হয়েছেন। তিনি আরো জানান, নতুন করে কিছু আসনে বিন্যাস হতে পারে, তাতে কোনো সমস্যা হবে না।