Image description

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে বিএনপির চেয়ারম্যানের হাতে তার লেখা একটি বই তুলে দেন। বইটি গ্রহণ করে তারেক রহমান তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শোক প্রকাশে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।

এর আগে, তিনি শোকবইয়ে সই করেন এবং খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন আবদুল্লাহিল আমান আযমী। সেইসঙ্গে তিনি খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন।

প্রসঙ্গত, খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে বিএনপির গুলশান কার্যালয়ে আসছেন। তারা সেখানে রাখা শোকবইয়ে স্বাক্ষর করছেন।