Image description
 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা বিষয়ে ঘোষিত সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে জামায়াত সাংবাদিকদের এক আমন্ত্রণপত্র পাঠায়। সেখানে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা প্রদানের লক্ষ্যে আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

 

এদিকে, স্থগিত এই সংবাদ সম্মেলন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জোট শরিকদের অন্যতম দল ইসলামী আন্দোলন বাংলাদেশে। আজ বিকেলে দলের এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

 

এ সময় সংবাদ সম্মেলন স্থগিতের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সংবাদ সম্মেলন কী আমরা ডেকেছি!’

 

দলের অবস্থান উল্লেখ করে গাজী আতাউর বলেন, ‘আমরা দেখেছি, সংবাদ সম্মেলন ডেকে আবার স্থগিত করে। এ ব্যাপারে জোটগতভাবে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। এটা কেউ হয়তো ডেকেছে এবং তাদের খেয়ালখুশি মতো আবার স্থগিত করেছে। এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়াও ১১ দলীয় জোটে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), এবি পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।