ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। তবে এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দলটির নেতারা আজ দুপুরে সভায় বসছেন। তারা আসছেন কিনা, জামায়াতের পক্ষ থেকেও স্পষ্ট করে কিছু বলা হয়নি।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে জোটের সংবাদ সম্মেলনের আগে দুপুরে নিজেদের কৌশল ও আসন চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ বাদ জোহর তাদের দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘মজলিসে আমেলা’র বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে জোটগত আসন সমঝোতার চুলচেরা বিশ্লেষণ শেষে কোন কোন আসনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তার চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হবে।
জোটের সঙ্গে দরকষাকষিতে দলের স্বার্থ রক্ষা এবং শক্ত অবস্থান নিশ্চিত করতেই এই বিশেষ বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে তার দল সংবাদ সম্মেলনে থাকবে কিনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ইসলামী আন্দোলনের এ নেতা। দলের আরও অন্তত দুই নেতার সঙ্গে কথা হলেও তারাও কিছু বলতে রাজি হননি।
ড. হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা প্রদানের লক্ষ্যে আজ বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে জামায়াতে ইসলামীসহ জোটভুক্ত ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে থাকবে কিনা, এমন প্রশ্নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আজ সাড়ে ৪টায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে সব জট খুলবে ইনশাআল্লাহ। শীর্ষ নেতারা কথা বলবেন, সেখানেই সব প্রশ্নের উত্তর মিলবে।’ ইসলামী আন্দোলন বাংলাদেশে থাকছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সব প্রস্তুতি রয়েছে, বাকিটা আল্লাহ ভরসা।’