Image description
 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাকি বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে দলীয় ‘মাথাল’ প্রতীকে ভোট করছেন।

সাক্ষাতে সাকির সাথে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পর্ষদের সদস্য তাসলিমা আখতারসহ কেন্দ্রীয় নেতারা।

 

বৈঠকে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সান্ত্বনা ও সমবেদনা জানান তারা। এ সময় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।