ময়মনসিংহের গৌরীপুরে বাবার জানাজা পড়তে এসে গ্রেপ্তার হয়েছেন পালিয়ে থাকা স্বেছাসেবক লীগ নেতা মো. ফারুক আহমেদ (৩০)। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, মো. ফারুক আহমেদের বাড়ি উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে। তিনি গৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
ফারুক রাজধানী ঢাকার একটি বেসরকারি কম্পানিতে চাকরি করতেন। গত ১ জানুয়ারি রাতে ফারুকের বাবা আলাল উদ্দিন (৭৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পরদিন বাড়িতে এসে বাবার জানাজায় অংশ নিয়ে দাফন সম্পন্ন করেন। আজ রবিবার ফারুকের বাড়িতে তার সদ্য প্রয়াত বাবার আত্মার মাগফেরাত কামনায় মিলাদের আয়োজনের প্রস্ততি চলছিল। এরমধ্যেই গতকাল শনিবার রাতে তিনি গ্রেপ্তার হন।
ফারুকের স্ত্রী লিমা বেগম বলেন, আমার শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে আমার স্বামী ঢাকা থেকে বাড়িতে আসেন। আজ মিলাদ শেষে আমার স্বামীর কর্মস্থলে ফেরার কথা। এ অবস্থায় শনিবার রাতে তিনি পাশের বাড়িতে ঘুমিয়েছিলেন।
সেখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। স্বামীর আয়েই আমার সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ চলত। এখন তার গ্রেপ্তারে অনিশ্চয়তার মধ্যে পড়েছি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ২০২৫ সালের জুলাই মাসে গৌরীপুর থানায় পুলিশ বাদী হয়ে দায়েরকৃত নাশকতার মামলায় ফারুক হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।