Image description

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এসময় তাদের বিমর্ষ দেখা যায়।

সকাল থেকে সরেজমিনে দেখা যায়, দলটির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এভার কেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে এসে ভিড় জমাচ্ছেন। অনেক নেতাকর্মী মাটিতে লুটিয়ে কান্না করছেন। অনেকে আবার একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন। বেগম খালেদা জিয়ার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না দলটির নেতাকর্মীরা। তাদের আহাজারি ও বিলাপে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে হাসপাতালের সামনে।

আহাজারি করে নেতাকর্মীরা বলছেন, আমাদের মা, বাংলাদেশের মা আজ মারা গেছেন। সারা জাতি বেগম খালেদা জিয়ার জন্য কান্না করছে। এই শোক ও মাতম কীভাবে সহ্য করবে জাতি। সারা জীবন তিনি দেশের মঙ্গল ও গণতন্ত্রের জন্য লড়ে গেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তিলে তিলে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

শিমুল নামে এক ছাত্রদল কর্মীকে মাটিতে লুটিয়ে পড়ে কান্না করতে দেখা যায়। এসময় তিনি বিলাপ করতে করতে বলেন, আমাদের মা আর নেই। আমরা আজ মা হারা সন্তান। মা হারা সন্তানদের যে অবস্থা হয়, আমাদেরও আজ সেই অবস্থা। বিগত ফ্যাসিস্ট সরকার তিলে তিলে আমাদের মাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এখন আমাদের একটাই দাবি, আমাদের মাকে যেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে কবর দেওয়া হয়।

পাশে থাকা যুবদলের ঢাকা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আপসহীন নেত্রী ও গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করা নেত্রী, তিন-তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আর নেই। আমরা যুবদলের নেতাকর্মীরা আজ মা হারা হয়ে গেলাম, আমরা এতিম হয়ে গেলাম। আমাদের এখন একটাই দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে যেন আমাদের মাকে কবর দেওয়া হয়।