ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০ সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) মনোনীত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। কোথাও প্রার্থীরা সশরীরে উপস্থিত হয়ে, আবার কোথাও প্রার্থীর পক্ষে তাদের প্রতিনিধিরা মনোনয়ন দাখিল করেছেন। বিগত তিনটি বিতর্কিত নির্বাচনের পর এবারের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ করা গেছে।
জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের জোটভুক্ত দলগুলো ছাড়া নিবন্ধিত অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। অতীতের মতো এবারও নির্বাচনকে সামনে রেখে একাধিক রাজনৈতিক জোট হয়েছে। এর মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোটে রয়েছে ডজনখানেক অনুরূপভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত হয়েছে ১১ দলীয় জোট। তবে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ কিছু দল এককভাবে নির্বাচন করছেন। এছাড়া বেশকিছু প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন বলে জানা গেছে। তবে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পাটিসহ বেশ কয়েকটি দল দল।
নির্বাচনে অংশগ্রহণ করছে না।গতকাল সোমবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা নিয়েছেন। নির্বাচন কমিশন সচিবালয়ের কেন্দ্রীয় সমন্বয় কমিটি জানায়, গতকাল সারা দেশে মনোনয়নপত্র জমা পড়ে দুই হাজার ৫৮২টি। এসব মনোনয়নপত্রের মধ্যে শুধু ঢাকার ২০টি আসনেই জমা পড়ে ২৪৮টি। এর আমে সারা দেশে মনোনয়নপত্র সংগ্রহ করেন।তিন হাজার ৪০৭ জন। আসন্ন নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনটি সংসদীয় আসনে ভোট করছেন। এগুলো হচ্ছে, বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটিতে নির্বাচন করছেন, যার মধ্যে রয়েছে বগুড়া-৬ ও ঢাকা-১৭।
অনুরূপভাবে, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে নির্বাচন করছেন। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, এবি পার্টির মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিজেপির আন্দালিব রহমান পার্থ, এনডিএমের ববি হাজ্জাজ, নাগরিক পাটির নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত সাবেক সংরক্ষিত এমপি রুমিন ফারহানা নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমসহ অনেক প্রার্থীর কাগজে ত্রুটি থাকাসহ বিভিন্ন কারণে
