আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৭২টি আসনে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল বিএনপি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী পরিবর্তন ও রদবদল করা হয়েছে। শনিবার পর্যন্ত তিনশ আসনের মধ্যে প্রায় সবকটিতেই প্রার্থী চূড়ান্ত করা হয়। এখন পর্যন্ত মিত্রদের সঙ্গে সমঝোতা হয়েছে ১৩টি আসনে। এদিকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন কাল। শেষ মুহূর্তে মিত্র দলগুলোর বাইরেও তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির একটি বড় অংশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বিএনপি। সেক্ষেত্রে নির্বাচনি সমঝোতা সফল হলে কয়েকটি আসন তাদের ছাড় দেওয়া হতে পারে। এর মধ্যে আবার ওই দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েও কেউ ধানের শীষ পেতে পারেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।
এদিকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে এখনো কোনো সমঝোতা হয়নি বিএনপির। দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তবে বিএনপির একটি সূত্র জানায়, এই আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করতে পারেন। সেটি হলে তা হবে বিএনপির নতুন চমক। ইতোমধ্যে শনিবার গুলশান এলাকার নিজ বাসার ঠিকানায় ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারেক রহমান। এরপর থেকে তার এই আসনে নির্বাচন করার আলোচনা আরও জোরালো হচ্ছে। দলটির একজন দায়িত্বশীল নেতা যুগান্তরকে বলেন, পার্থকে বিএনপিতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি এ প্রস্তাবে রাজি হলে ঢাকা-১৭ আসন দেওয়া হতে পারে। রাজি না হলে সেক্ষেত্রে পার্থকে ভোলা সদর আসন ছেড়ে দেওয়া হবে। তবে সবকিছু নির্ভর করছে বিএনপির দলীয় সিদ্ধান্তের ওপর। আজ বা কালকের মধ্যেই বিএনপি এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। যদিও আন্দালিব রহমান পার্থ যুগান্তরকে বলেন, বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। তিনি নিজ দল বিজেপির প্রতীক নিয়েই নির্বাচনে লড়বেন।
এদিকে মিত্রদের ছাড় দেওয়া আসনে দলের বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণায় অনেকটা জটিলতায় পড়েছে বিএনপি। এই জটিলতা নিরসনে কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও দলটির একাধিক নীতিনির্ধারকের মতে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন দেশে। মনোনয়নকেন্দি ক কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা নেই। দল এ বিষয়ে কাঠোর হবে। অন্যদিকে, শনিবার রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েই ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন। এর আগে তিনি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন।
অন্যদিকে, এনসিপির বড় অংশটির সঙ্গে সমঝোতার বিষয়টি অনেকটা গোপন রাখতে চাইছে বিএনপি। এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত এক কেন্দ্রীয় নেতা যুগান্তরকে বলেন, অনানুষ্ঠানিকভাবে আলোচনা বেশ এগিয়েছে। দু-একদিনের মধ্যে সব কিছু স্পষ্ট হতে পারে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, যাদের সঙ্গে নির্বাচনি সমঝোতা হয়েছে, তারা নিজ নিজ প্রতীকে অংশ নেবেন এবং যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে তিনটি আসনে ঘোষিত প্রার্থী রদবদল করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন পেয়েছেন আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান ও চট্টগ্রাম-১১ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে চট্টগ্রাম-৪ আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন কাজী সালাউদ্দিন ও চট্টগ্রাম-১০ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম-১১ আসনটি ফাঁকা ছিল।
যশোরের ছয়টি আসনের মধ্যে তিনটিতেই প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। এর মধ্যে একটি আসন জোটের শরিক দলকে ছেড়ে দিয়েছে। যশোর-৫ আসনে প্রাথমিকভাবে মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে মনোনয়ন দিয়েছিল দল। পরে তাকে বাদ দিয়ে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়। অন্যদিকে, যশোর-১ আসনে প্রাথমিকভাবে বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসানকে মনোনয়ন দেওয়া হলেও পরে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। আর যশোর-৬ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে বাদ দিয়ে কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন মো. মাসুদুজ্জামান। তাকে পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে আবুল কালামকে। তিনি তিনবারের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি। বিষয়টি নিশ্চিত করে আবুল কালাম যুগান্তরকে বলেন, ‘দল থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি আমাকে দেওয়া হয়েছে।’ পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ আলমগীর হোসেন। এর আগে এ আসনে মিত্র দল জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দারকে প্রাথমিক মনোনয়নের ঘোষণা দিয়েছিল বিএনপি। দলটির এক কেন্দ্রীয় নেতা যুগান্তরকে বলেন, মোস্তফা জামাল হায়দার শারীরিকভাবে অসুস্থ থাকায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে বিএনপি সরে এসেছে।
বিএনপি নেতারা জানান, সমমনা দল ও জোটের সঙ্গে আসন সমঝোতা অনেকটাই শেষ পর্যায়ে। দীর্ঘ প্রক্রিয়ায় মিত্র সাতটি দলের সঙ্গে আসন সমঝোতা হয়েছে। এর মধ্যে দুটি দল বিলুপ্ত করে আসন সমঝোতা হয়েছে। আরও কয়েকটি দল একই প্রক্রিয়ায় যেতে পারে। আবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ দল থেকে বেরিয়ে বিএনপিতে যোগদান করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। এখনো আসন সমঝোতার এ প্রক্রিয়ার বাইরে রয়ে গেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
আসন সমঝোতার অংশ হিসাবে বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিকদের আসন নিশ্চিত করেন। এ তালিকায় বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, নড়াইল-২ আসনে এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং ঢাকা-১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ আছেন। এ নিয়ে মিত্র দল ও জোটের সাথে ১৩টি আসনে সমঝোতা করল বিএনপি। তবে ববি হাজ্জাজও বিএনপিতে যোগদান করে ধানের শীষে নির্বাচন করবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিএনপি মহাসচিব। ঘোষিত আসনের মধ্যে এর আগে নড়াইল-২ আসনে মনিরুল ইসলাম এবং ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরবকে নিজ দলীয় প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি।
এর আগে, গত মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশের সঙ্গে চারটি আসনে সমঝোতা হয় বিএনপির। এগুলো হচ্ছে-নীলফামারী-১ আসনে মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ আসনে মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব। ঘোষিত এসব আসনে বিএনপি তাদের কোনো প্রার্থী ঘোষণা না করার সিদ্ধান্ত জানিয়েছে। তবে নীলফামারী-১ আসনে জোটের প্রার্থী বাদ দিয়ে বিএনপির দলীয় প্রার্থী দেওয়ার দাবিতে ডোমার উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে শাহরিন ইসলাম চৌধুরীকে এই আসনে প্রার্থী ঘোষণার দাবিতে গত দুদিন ধরে নানা কর্মসূচি পালন করা হয়।
এদিকে ঘোষিত আসনের মধ্যে কিছু আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছেন। অন্যদিকে সদ্য যোগদানকারী রাশেদ খানের ঝিনাইদহ-২ আসনেও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি ২০১৮ সালের নির্বাচনে এই আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।
বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা যুগান্তরকে জানান, বিএনপি কৌশলের অংশ হিসাবে মিত্র বেশ কয়েকজন নেতাকে বিএনপিতে নিয়েছে। যাতে ধানের শীষ প্রতীকে ভোট করলে জয় সহজ হয়। তবে মিত্রদের আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নের দাবি জানিয়ে বিক্ষাভ করছেন। এসব নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এ নিয়ে সরাসরি কথা বলতে পারেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নিশ্চিত করতে চাইছে, মিত্রদের ছাড় দেওয়া আসনে দলের কেউই যেন প্রার্থী না থাকে। আশা করা হচ্ছে, মিত্রদের আসনে দলের কেউ স্বতন্ত্র প্রার্থী থাকবে না। এছাড়াও কিশোরগঞ্জ-১ আসনসহ কিছু আসনে দলীয় প্রার্থী নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এ নিয়ে বিক্ষোভ, প্রতিবাদ অব্যাহত রেখেছেন তারা। এসব আসন নিয়েও সমস্যা দেখা দিয়েছে, যা সমাধানের চেষ্টা চলছে। যে কারণে শেষ মুহূর্তেও কিছু আসনে প্রার্থী বদল করা হতে পারে।
রাশেদ খানের বিএনপিতে যোগদান : এদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন মুহাম্মদ রাশেদ খান। শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বিএনপিতে যোগ দেন। এ সময় ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রতীক ধানের শীষের মনোনয়নও দেওয়া হয় তাকে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে রাশেদ খান দলে যোগ দেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ-৪ আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে রাশেদ খানকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামীকাল সোমবার। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামী মঙ্গলবার থেকে রোববার। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তির তারিখ ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।