বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তন এবং দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে রাজধানী ঢাকাসহ সারা দেশের মসজিদে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানায় বিএনপি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ‘গণতন্ত্রের মা’ খ্যাত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ দেশে প্রত্যাবর্তনের উপলক্ষে এই দোয়া কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ঢাকাসহ সারা দেশের মসজিদগুলোতে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হবে।
বিএনপি জানায়, এই দোয়া মাহফিলে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের ধর্মপ্রাণ জনগণকে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।
দলটির নেতারা আশা প্রকাশ করেছেন, এই সম্মিলিত দোয়ার মাধ্যমে দেশনেত্রীর সুস্থতা ও দলের রাজনৈতিক অগ্রযাত্রায় ইতিবাচক বার্তা পৌঁছাবে।