রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগ ও ফ্যাসিজমের সাথে যুক্ত শিক্ষকদের পদত্যাগের দাবিতে কঠোর অবস্থান নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। আগামীকাল (রবিবার) সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৬ জন ডিনকে পদত্যাগ করানো সহ ফাসিজমের সাথে যুক্ত শিক্ষকদের পদত্যাগ করানোর ঘোষণা দিয়েছেন রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।
শনিবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার । একইসাথে তিনি ‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ (Operation Zero Tolerance for Fascism) শিরোনামে একটি প্রচারণাও শুরু করেছেন।
পোস্টে জানানো হয়, আগামীকাল সকাল ১০টায় রাকসু ভবনের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে। সালাহউদ্দিন আম্মার লিখেছেন, "আগামীকাল আওয়ামীপন্থী ৬ জন ডিনকে পদত্যাগ করাবো। রাবি প্রশাসন ১.৫ বছর সময় পেয়েছে, এখন সময় বিপ্লবীদের।" তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শুভাকাঙ্ক্ষীকে সকাল ১০টায় রাকসু ভবনের সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। পোস্টে ফ্যাসিবাদের সাথে জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করতে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে। অভিযুক্তদের তথ্য প্রদানের জন্য অভিযুক্তের নামকর্মস্থল, বর্তমান পদবি ও ঠিকানা এবং ফ্যাসিজমের সাথে যুক্ত থাকার প্রমাণপত্র সরাসরি সালাহউদ্দিন আম্মারের ফেসবুক ইনবক্সে অথবা নির্দিষ্ট একটি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শহীদ ওসমান হাদীর স্মৃতি স্মরণ করে লিখেছেন, আওয়ামী লীগের প্রতি নমনীয়তা সাধারণ শিক্ষার্থীদের জন্য ভয়াবহ হতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সংস্কার এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়।
এর আগে, শুক্রবার বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ফ্যাসিবাদের মদদপুষ্ট কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী যদি চাকরি করে তাঁদেরকে আগামী রবিবার থেকে কলার ধরে টেনে টেনে প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখার ঘোষণা দেন রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।