Image description
 
ছবিতে চিহ্নিত তিনজনকে ধরিয়ে দিকে অনুরোধ করেছেন ইনকিলাব মঞ্চের কর্মী এবং ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল সন্দেহভাজনসহ তিনজনের ছবি দিয়ে তাদের ধরিয়ে দিতে অনুরোধ জানিয়েছেন সংগঠনটির কর্মী এবং ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। আজ শনিবার (১৩ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে একটি ছবিতে তিনজনকে চিহ্নিত করে পোস্টটি দেন তিনি।

ওই পোস্টে জুমা লেখেন, ‘এই (ছবি) তিনজনকে যে কোনো মূল্যে ধরিয়ে দিন। বাংলাদেশের জনতা আপনারাই ইনকিলাব কর্মী, আপনারাই এই ভার হাতে নিন। কোথায় প্রশাসন আমাদের আপডেট দিবে, তা না করে উল্টো আমাদের কাছেই আপডেট চাচ্ছে।’

জুমার দেওয়া ছবিতে দেখা যায়, গুলি ছোড়ার জন্য যেই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তিনি হাদির পেছনে দাঁড়িয়ে আছেন। তার পাশে থাকা আরও দু’জনকে চিহ্নিত করে দিয়েছেন জুমা।

ওই তিনজনের বিষয়ে জুমা স্ট্রিমকে বলেন, ‘ছবির তিনজন একসঙ্গেই আসতো। যে গুলি করেছে তাকে ইতোমধ্যে শনাক্ত করা গেছে। বাকি দুজন তার সহযোগী ছিল। আগেও তারা একসঙ্গেই হাদী ভাইয়ের সঙ্গে দেখা করতে আসতো।’

হাদীর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে জুমা বলেন, ‘ডাক্তার বলেছে, ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাবে না। তবে ব্রেইন অকার্যকর হয়ে আছে। ডাক্তাররা ব্রিফ করলে আরও বিষয় জানা যাবে। আমাদের বিস্তারিত কিছুই বলছে না।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন হাদি। সে জন্য প্রতি শুক্রবার তিনি জনসংযোগ করতেন। গতকাল দুপুরে মতিঝিলের একটি মসজিদে প্রচার শেষে সতীর্থদের সঙ্গে মধ্যাহ্নভোজের জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন তিনি।

চলন্ত রিকশায় থাকা অবস্থাতেই রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় পানির ট্যাংকির সামনে মোটরসাইকেলের পেছনে বসা আততায়ী হাদিকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে, যা তার মাথায় লাগে।

গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে একটি অস্ত্রোপচার শেষে তাঁকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। হাদির জীবন সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।