Image description

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) বিক্ষোভের ডাক দিয়েছে ইসলামী ছাত্রশিবির। একই সাথে ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া মাহফিল কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, ‘জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও উনার সুস্থতা কামনায় দোয়া মাহফিল কর্মসূচি। ছাত্রশিবিরসহ সারা দেশের ছাত্র-জনতাকে কর্মসূচি সফল করার আহ্বান।’

এদিকে আজ শুক্রবার রাত ৮টায় ঢাকার মহাখালী ওয়ারলেস এলাকায় বিক্ষোভ করবে ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রশিবির। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা তাৎক্ষণিক বিক্ষোভ করে।