Image description

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণ মুখ- মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে রাজনীতির মাঠে নানা কৌতূহল। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছে তারা। আসছে নির্বাচনে অংশ নিতে উপদেষ্টার পদ ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন আসিফ মাহমুদ।

নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি ঢাকা-১০ আসনে ভোটারও হয়েছেন। পদত্যাগের পর তাকে নিয়ে আলোচনা তিনি কোন দলের হয়ে নির্বাচনে লড়ছেন। অন্যদিকে মাহফুজ আলম পদত্যাগ করলেও তিনি নির্বাচন করবেন কিনা তা পরিষ্কার করেননি। আগামী দু’এক দিনের মধ্যে এ বিষয়ে অবস্থান পরিষ্কার করবেন বলে মাহফুজের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। সূত্রের দাবি আসিফ মাহমুদ উপদেষ্টা থাকার সময়েই ঢাকা-১০ নির্বাচন করতে বিএনপি’র সঙ্গে যোগাযোগ করেন। এ কারণে বিএনপি প্রথম ধাপে এখানে প্রার্থী ঘোষণা করেনি। আলোচনা চূড়ান্ত না হওয়ায় পরে এ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি।

অন্যদিকে বিএনপি’র সঙ্গে যোগাযোগ করায় অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র সঙ্গে আসিফ মাহমুদের অনেকটা দূরত্ব তৈরি হয়েছে। সর্বশেষ গতকাল এনসিপি’র বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির কিছু কর্মী আসিফ মাহমুদের বিরুদ্ধে মিছিলও করেছেন। এমন অবস্থায় আসিফের এনসিপি’র মনোনয়ন পাওয়াও চূড়ান্ত নয়। যদিও ঢাকা-১০ আসনে এনসিপি এখনো দলীয় প্রার্থী দেয়নি। সূত্র জানায়, আসিফ দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হবেন এমন আলোচনাও আছে। তবে দলীয় মনোনয়ন না পেলে তার জন্য নির্বাচনে লড়া কঠিন হবে বলে মনে করা হচ্ছে। 

আসিফ মাহমুদ মঙ্গলবারই নিজের অবস্থান পরিষ্কার করেন। সংবাদ সম্মেলনে জানান, তিনি জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন, তবে কোন দল থেকে প্রার্থী হবেন-এ সিদ্ধান্ত এখনো নেননি। এনসিপি’র একটি সূত্র বলছে, নবগঠিত দলটিতেই আসতে পারেন তিনি। অন্যদিকে এনসিপি লক্ষ্মীপুর-১ আসনটি খালি রেখেছে মাহফুজ আলমের জন্য। তবে তিনিও স্পষ্ট করে কিছু বলেননি-দল নাকি স্বতন্ত্র, কোথা থেকে লড়বেন। দলটির সূত্র বলছে, মাহফুজও শেষ পর্যন্ত এনসিপি’র প্রতীকেই নির্বাচন করবেন। 

গণতান্ত্রিক সংস্কার জোট ও এনসিপি’র কয়েকটি সূত্র জানিয়েছে, বিএনপি’র সঙ্গে জোট করে এনসিপিকে শক্তিশালী করতে চাইছিলেন মাহফুজ ও আসিফ। সে শর্ত পূরণ হলে তারা এনসিপিতে যোগ দিতেন। কিন্তু আসন সমঝোতা না হওয়ায় সেই পথ প্রায় বন্ধ। লক্ষ্মীপুর-১ ও ঢাকা-১০ দু’টি আসনেই ইতিমধ্যে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ফলে ধানের শীষে নির্বাচনী লড়াইয়ের সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত তাদের।

মাহফুজ আলমের ভাই এনসিপি’র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানবজমিনকে জানিয়েছেন, লক্ষ্মীপুর-১ থেকেই নির্বাচন করতে পারেন। তবে কোনো দলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। এসব বিষয়ে মাহফুজ আলমই ভালো বলতে পারবেন। 

আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দেয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন মানবজমিনকে বলেন, আসিফ মাহমুদ এনসিপিতে যোগ  দেবেন কিনা বা কোথা থেকে নির্বাচন করবেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি যদি এনসিপিতে যোগদান করতে চান, ইতিপূর্বে নাহিদ ইসলামকে যেভাবে এনসিপিতে স্বাগত জানিয়েছি, তেমনিভাবে আমরা ছাত্র-উপদেষ্টা ও অন্যদেরও এনসিপিতে স্বাগত জানাবো।