Image description

জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) সদিচ্ছা থাকলেও নিরপেক্ষতার ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল তফসিল ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। একইসঙ্গে দলের পক্ষ থেকে ঘোষিত তফসিলকে সাধুবাদ জানান এনসিপি’র এই নেতা।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে পেশিশক্তি ও টাকার প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে। জনগণকে আহ্বান জানাই, তারা যেন ভোটকেন্দ্র পাহারা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছার অভাবও রয়েছে।

এনসিপি’র এই নেতা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ভোটাধিকার নিশ্চিত করা। সরকারের তিনটি দায়িত্ব ছিল- বিচার, সংস্কার ও নির্বাচন। সেটি এখন বাস্তবায়নের পথে। তফসিল ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই। সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী, নির্বাচনী আসনে ব্যয়ের সীমা মান্য করার কথাও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।