জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২৪ সালে এত রক্তের পর দেশবাসী আশা করেছিল হাসিনার অপকর্ম থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নতুন রাজনীতি শুরু করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে। তারা কোনও সংস্কারে রাজি না, সনদ বাস্তবায়ন রাজি না।
আজ শনিবার বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এই কথা বলেন।
জামায়াত আমির বলেন, যারা এতদিন নির্বাচন নির্বাচন করে জনগণের কান ঝালাপালা করেছিল এখন তারা ভিন্ন সুরে কথা বলছে। কারণ তারা বুঝতে পেরেছে তারা যেসব কর্মকাণ্ড শুরু করেছেন তাতে জনগণ আগামী নির্বাচনে তাদের লালকার্ড দেখাবে।
তিনি বলেন, আগামী নির্বাচন যদি কেউ ভণ্ডুল করতে চায় তাদের সকল ষড়যন্ত্র এদেশের জনগণ রুখে দেবে। আমাদের প্রতিশোধের ভয় দেখাবেন না। আমরা ভয় করি কেবল আল্লাহকে। আমরা ন্যায়ের পক্ষে, কোরআনের আইনের পক্ষে।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে। মুটে-মজুর-শ্রমিক-ছাত্র-জনতা এই বাংলাদেশ হবে তাদের। লুটেরাদের হাত থেকে বাংলাদেশ উদ্ধার করে তুলে দেওয়া হবে দেশপ্রেমিক জনগণের হাতে বলেও জানান তিনি।