বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের কাউন্সিল (নির্বাচন) চলছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ২৩৭ জন ভোটারের মাঝে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ১০জন । বাকি পদগুলো সিলেকশনের মাধ্যমে নির্ধারিত হবে।
সভাপতি পদে পাঁচজন প্রার্থী— মো. সাব্বির হোসাইন, আশিক আহমেদ, মো. মোশাররফ হোসেন, মিনহাজুল ইসলাম ও রাকিব হাসান রকি।
সাধারণ সম্পাদক পদে আছেন তিনজন— মো. ওয়াহিদুজ্জামান, মো. ইত্তেসাফ আর রাফি ও মো. আরিফ হোসাইন শান্ত।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন— মো. মিজানুর রহমান ও বিল্লাল হোসেন।
নির্বাচনের প্রধান সমন্বয়কারী ও ববি ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ বলেন, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। আশা করি নির্বাচনের মাধ্যমে ববি ছাত্রদল যোগ্য প্রার্থী নির্বাচিত করবে।
উল্লেখ্য,২০১৬ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রথম আংশিক কমিটি ঘোষণা করা হয় রেজা শরিফকে সভাপতি ও হাসান আল হাসিবকে সাধারণ সম্পাদক করে। পরে ২০২১ সালের ৩১ মার্চ ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়। ২০২৪ সালের ৮ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাহাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত করা হয়।