Image description

আজ শুক্রবার  সকালে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বহদ্দারকাটা স্কুল স্টেশনে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ  বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  যদি সরকার গঠন করে, তাহলে প্রথম দেড় বছরের মধ্যে দেশের দেড় কোটি বেকার যুবককে চাকরি দেওয়া হবে এবং নির্ধারিত সময় পর্যন্ত শিক্ষিত বেকারদের ভাতা প্রদান করা হবে। 

সালাহউদ্দিন আহমেদ দেশের সকল মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি আরও আশ্বাস দেন যে, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে এবং তারা ন্যায্যমূল্যে সার-বীজসহ সকল উপকরণ পাবেন। এছাড়া, সহজ শর্তে কৃষিঋণের ব্যবস্থাও করা হবে। তিনি বলেন, "এ দেশের দরিদ্র সকল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা প্রয়োজনীয় নিত্যপণ্য বিনামূল্যে পাবেন। আমাদের দেশ হবে কৃষকবান্ধব।"

স্থানীয় সাবেক সংসদ সদস্য এবং বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেন, "বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতি রক্ষা করতেও অঙ্গীকারবদ্ধ।" তিনি বলেন বিএনপি শপথ নিয়েছে সরকার গঠন করলে এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং সকল নাগরিকের মৌলিক, মানবাধিকার, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনা হবে।