Image description

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবি অব্যাহত রয়েছে। এমনকি তার মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন মনোনয়নবঞ্চিত চার প্রার্থীর সমর্থকরা। তবে দীর্ঘদিন ধরে এলাকায় না থাকা এবং বিগত ফ্যাসিবাদী দুঃশাসনের সময় দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে না থাকা ইয়াসের খানকে মনোনয়ন দেওয়া স্থানীয় নেতাকর্মীসহ বিশিষ্টজনেরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব‍্যক্ত করে গতকাল বৃহস্পতিবারও মানববন্ধন পালন করেন।

অন্যদিকে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ইয়াসের খান চৌধুরী বিএনপির মনোনয়ন পাওয়ায় একদিকে উৎফুল্ল ভোটের মাঠের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থকরা।

অন্যদিকে ক্ষোভে ফুঁসছেন ত্যাগী ও নির্যাতিত সাধারণ বিএনপি নেতাকর্মীরা। মনোনয়ন পরিবর্তনের দাবিতে টানা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন মনোনয়নবঞ্চিত অন্য নেতাদের অনুসারীরা।

জানা গেছে, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব ২৩৬টি আসনে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করেন। তবে দীর্ঘ ৯ দিনেও এলাকায় যেতে পারেননি ময়মনসিংহ-৯ আসনে বিএনপির প্রার্থী ইয়াসের খান চৌধুরী।

ফলে স্থানীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। একপর্যায়ে গত ১১ নভেম্বর তিনি এলাকায় গেলেও চুপিসারে এলাকা ছেড়ে ঢাকায় চলে আসেন। এরপর ১৩ নভেম্বর সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সদরে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর অনুসারীরা প্রতিবাদী সমাবেশ করেন। সেদিন দুপুর ১২টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পৌর শহরের মোটরযান সমিতির সামনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মনোনয়নবঞ্চিত চার প্রার্থীর নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে দাঁড়িয়ে ইয়াসের খান চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবিসংবলিত বিভিন্ন কথা প্রদর্শন করেন। গত ১৭ নভেম্বর থেকে এলাকায় এক মুহূর্তের জন্যও যাননি ইয়াসের খান চৌধুরী। এ জন্য স্থানীয় নেতাকর্মীরা চরম বিব্রত ও ক্ষুব্ধ বলে জানান।

জানা যায়, ময়মনসিংহ-৯ আসনে বিএনপি থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তবে এই মনোনয়ন ঘোষণার পর থেকেই মনোনয়নপ্রত্যাশী ও বঞ্চিত চার প্রার্থীর সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

মনোনয়নবঞ্চিত প্রার্থীরা হলেন— ১. মামুন বিন আবদুল মান্নান ২. মেজর জেনারেল (অব) আনোয়ারুল মোমেন ৩. ব্রিগেডিয়ার জেনারেল (অব) এ কে এম শামছুল ইসলাম শামস (সূর্য) ৪. নাসের খান চৌধুরী। মনোনয়ন ঘোষণার পর থেকেই এই চার নেতার সমর্থকরা ইয়াসের খান চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন সময় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে হাতে নানা প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকেন। তাদের প্রধান দাবি ছিল, দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বিতর্কিত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হোক। এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে মহাসড়কের একপাশে যানবাহন চলাচল কিছুটা সীমিত হয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে মনোনয়নবঞ্চিত কোনো প্রার্থীর তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। তবে মানববন্ধনে অংশ নেওয়া সমর্থকরা জানান, সঠিক ব্যক্তিকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত তাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে।