বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী সাইয়েদুল আলম বাবুল বলেছেন, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারকরা ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছেন। যারা এ তালিকায় রয়েছেন- ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নীতিনির্ধারকরা তাদের মনোনয়ন দেবেন। আমার বিশ্বাস সেই ক্লিন ইমেজের তালিকায় আমি রয়েছি। সেই আত্মবিশ্বাসে বিএনপি থেকে মনোনয়ন পাব বলে আমি আশাবাদী।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর-১ আসনের কালিয়াকৈর উপজেলার মৌচাক চৌরাস্তায় এক পথসভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ভান্নারা বাজার হয়ে মৌচাক পর্যন্ত বিভিন্ন এলাকায় বাজারের ব্যবসায়ী, কৃষক-শ্রমিক, সাধারণ জনতা ও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ধানের শীষে ভোট চান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করেন।
সাইয়েদুল আলম বাবুল বলেন, ৩০ বছরের রাজনৈতিক জীবনে আমার প্রিয় জাতীয়তাবাদী দল বিএনপির নীতি-আদর্শ মেনে যথাযথ দায়িত্ব পালন করে এসেছি। জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছি। স্বৈরাচার পতন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি।
তিনি বলেন, আন্দোলনের সময় আমার ওপর গুলি চালানো হয়েছিল, তা আপনারা জানেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে গুলির মুখেও পিছু হটিনি। আমাদের ত্যাগ ও সর্বোচ্চ সাহসী ভূমিকায় জুলাই-আগস্ট আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এখন আমাদের দেশকে নতুন করে সাজাতে ও দেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফার ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নের জন্য দেশ পরিচালনায় বিএনপিকে দায়িত্ব নিতে হবে।
সাইয়েদুল আলম বাবুল বলেন, যারা দলের জন্য জেল-জুলুম, নির্যাতন ও ত্যাগ শিকার করে দলকে ভালোবেসে দলের দুর্দিনে পাশে থেকেছেন তাদের মনোনয়ন দিলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হবে।
এ সময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিন আহমেদ, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ইব্রাহিম মিয়াজী, কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া সরকার হিমেল, কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন, বিএনপি নেতা রেজাউল করিম কন্ট্রাক্টর, কোনাবাড়ী মেট্রো থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন হৃদয়, কোনাবাড়ী মেট্রো থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার মোড়ল রুবেলসহ প্রায় ৫ সহস্রাধিক স্থানীয় জনসাধারণ এ লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশগ্রহণ করেন।