Image description

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. তোফায়েল আহমেদ ধানের শীষে ভোট চাওয়ায় তার বাবা আদর্শ সদর উপজেলার ৩ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনকে পদ সরানো হয়েছে । এমনটা দাবি করেছেন বিএনপির সভাপতি আবুল হোসেন।

জানা গেছে, গত ২৩ জুলাই ৩ নং দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েছিলেন মো. আবুল হোসেন । গত ২ সেপ্টেম্বর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সামসুল আলম শামুকে সভাপতি দায়িত্ব দেওয়া হয় । বিষয়টি এতদিন ধামাচাপা থাকলেও হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে । গত ২৩ জুলাই ৩নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. জসিম উদ্দিনের নামসহ ৭১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেন আদর্শ সদর উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক মো. শফিউল আলম রায়হান ওই কমিটির অনুমোদন দেন।

৩ নং দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন জানান, আমি সভাপতি হবার পর এ পর্যন্ত নিষ্ঠার সাথে দলের দায়িত্ব পালন করে আসছি । হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি আমার কমিটির সিনিয়র সহ-সভাপতি শামসুল আলমকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে । আমাকে কেন বাদ দেওয়া হয়েছে । তা আমি বলতে পারছি না । গত সেপ্টেম্বর মাসের চিঠি কেন এখন প্রকাশিত হলো এটাও জানা দরকার ।

তিনি আরো বলেন, কুমিল্লা সদর ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে আমার ছেলে তোফায়েল আহমেদ প্রচারণায় অংশ নিয়েছে । যার কারণে তারা ক্ষুব্ধ হয়ে আমার সভাপতি পদ কেড়ে নিয়েছে । আমি মনোনয়ন বঞ্চিত আমিনুর রশিদ ইয়াসিনের পক্ষেই কাজ করে যাচ্ছি । গত একটি সভায় আমি আমার এক আত্মীয় মারা যাওয়ার কারণে উপস্থিত হতে পারি নাই । এজন্য তারা মনে করেছে আমি হয়তো বা ইয়াসিনের সাথে নেই । এজন্যই পুরনো তারিখ দিয়ে আমার সভাপতির পদ কেড়ে নেওয়া হয়েছে ।

এই বিষয়ে জানতে চাইলে ৩নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি শামসুল আলম সামু বলেন, ২৩ জুলাই সম্মেলনের দিন কথা হয়েছিল তিন মাসের জন্য আবুল হোসেনকে সভাপতি করা হবে । কারণ কাউন্সিলে আমি পাশ করব বিদায় । উনি মুরুব্বী মানুষ এজন্য তিন মাসের জন্য সম্মান দিয়েছিলাম । তিন মাস পরে আমাকে সভাপতি করা হয়েছে । কিন্তু উনি এখন এটা নিয়ে বিভিন্ন তালবাহানা করছে ।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. তোফায়েল আহমেদ বলেন, আমি ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করায় আব্বাকে সভাপতির পদ হারাতে হল। আমার বাবা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত ।

সভাপতি পদ থেকে আবুল হোসেন কে কেন সরানো হয়েছে এই বিষয়ে জানতে চাইলে আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল কাইয়ুম বলেন, আবুল হোসেন সাহেবকে তিন মাসের জন্য সভাপতি করা হয়েছিল। এরপর আমরা সামুকে করব বলেছি। তাই সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। তখন আমরা সবাই একসাথে বসে এই সিদ্ধান্ত নিয়েছিলাম সমঝোতার জন্য। এই বিষয়ে সবাই অবগত আছে ।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, তিন মাস আগের চিঠিটি আসলেই উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান স্বাক্ষর করেছে কিনা বিষয়টি আমার জানতে হবে । কোনো কারণ ছাড়াই কাউকে বাদ দেওয়া যায় না । এটা সাংগঠনিক নিয়মে নেই । তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি ।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, বিষয়টি আমি সকাল বেলা শুনেছি । দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে বলেছি খোঁজখবর নিয়ে জানানোর জন্য ।