বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি বলেছেন, ‘লটারির সরকার লটারি করবে এটাই স্বাভাবিক। এই সরকারের অনেকেই দুই দিন আগেও জানত না তারা সরকারের অংশ হতে যাচ্ছে। যখন গণ-অভ্যুত্থান শেষের দিকে তখন কেউ কেউ নেমেছে। যিনি প্রধান উনি দেশেও ছিলেন না।
সম্প্রতি এক টিলিভিশন টক শোতে তিনি এসব কথা বলেন।
নিলুফার চৌধুরী বলেন, ‘এই টাইপের যখন লটারি সরকার এতদিন আছেন তারা লটারি করবেন এটাই স্বাভাবিক।
নিলুফার বলেন, ‘তাদেরকে লটারি দিয়ে কোথায় নেবেন? এখানে আমরা তিনজন কাজ করছি। তিনজনের মধ্যে লটারি যদি একই কোয়ালিটি হয়, সবকিছুতে যদি একই রকমের হয়, একই দলের হয়, একই যোগ্যতা হয় তখন কাকে রেখে কাকে দেবেন? একটা লটারি করবেন এটা এই ধরনের কিছু না। ইলেকশনটা কতটা নিরপেক্ষ হবে সেটা নির্ভর করবে যে এলাকায় তাকে পাঠানো হবে সেই এলাকার প্রার্থীরা তার ওপর কতটা নির্ভরশীল।’
নিলুফার আরো বলেন, ‘দুই দিন আগে যে ডিসিগুলোকে ট্রান্সফার করল তাদের অনেকের কোনো অভিজ্ঞতাই নাই। ডিসি পদে চাকরি করার জন্য যা যা দরকার সেগুলোই নাই।