Image description

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারির সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (২৪ নভেম্বর) শাখা ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্যের সই করা বিবৃতিতে এমন প্রতিবাদ জানানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্র শিবির কর্তৃক নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ কর্মসূচি শেষে ফেরার পথে সাংবাদিকদের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলকে সন্ত্রাসী সংগঠন ও শিবির কর্তৃক লাল কার্ড দেখানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের শুভবুদ্ধির উদয় না হলে ছাত্রশিবির তাদেরকে সেইভাবেই জবাব দেবে বলে হুমকি প্রদান করেছেন। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকেই পাবনায় যে সহাবস্থানের রাজনীতি চলমান ছিল সেই পরিবেশ বিঘ্নিত হবে বলে আশঙ্কা করছি।