Image description

জামালপুর–৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে শেষ পর্যন্ত প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পূর্বঘোষিত প্রার্থী মুফতি জাহিদুল ইসলামের পরিবর্তে হাতপাখা প্রতীকের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সদ্য যোগদানকারী আলহাজ ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারীকে।
রোববার (২৩ নভেম্বর) ঢাকার পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আনছারীর হাতে আনুষ্ঠানিকভাবে হাতপাখা প্রতীক তুলে দেন। এ সময় দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মেলান্দহ উপজেলা ইসলামী আন্দোলন সূত্রে জানা যায়, মাঠ পর্যায়ের বাস্তবতা, তৃণমূলের মতামত এবং সংগঠনের অভ্যন্তরীণ মূল্যায়ন—সব কিছু বিবেচনায় কেন্দ্রীয়-ভাবে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের একাধিক নেতার মতে, মুফতি জাহিদুল ইসলাম নিষ্ঠার সঙ্গে প্রচারণা চালালেও মাঠে তার পরিচিতি তুলনামূলক কম থাকায় বিজয়ী হওয়ার সক্ষমতা বিশ্লেষণে নতুন করে আলোচনা শুরু হয়। অন্যদিকে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে দীর্ঘদিন কাজ করা ইঞ্জিনিয়ার আনছারীর গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছিল। এজন্য তাকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে ইসলামী আন্দোলন।