Image description

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্ট ও চেস্ট (ফুসফুস) ইনফেকশন শনাক্ত হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রোববার রাতে হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, গত কয়েক মাস ধরেই ম্যাডাম ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন। আজকে যেসব জটিলতা একসঙ্গে দেখা দেয়—চেস্টে ইনফেকশন, পূর্বের হার্টজনিত সমস্যা ও মাইট্রোস্টেনোসিস—এসবের কারণে তার রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা দেয়। এজন্য দ্রুত হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।

অধ্যাপক সিদ্দিকী জানান, খালেদা জিয়ার হার্টে পূর্বেই পেস-মেকার বসানো রয়েছে এবং স্টেন্টিং করা হয়েছিল। চেস্টে ইনফেকশন যুক্ত হওয়ায় একই সময়ে হার্ট ও ফুসফুস—দুটোই আক্রান্ত হয়েছে।

হাসপাতালে নেওয়ার পর দ্রুত প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করা হয়। মেডিকেল বোর্ড প্রাথমিক রিপোর্ট পর্যালোচনা করে তাকে তাৎক্ষণিক অ্যান্টিবায়োটিকসহ জরুরি চিকিৎসা দিয়েছে।

তিনি বলেন, আগামী ১২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও কিছু রিপোর্ট আসবে। আপাতত তিনি কেবিনেই আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা

এদিকে রাত ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। পরে তার সভাপতিত্বে মেডিকেল বোর্ডের বৈঠকে অংশ নেন অধ্যাপক এফএম সিদ্দিকীসহ দেশি-বিদেশি একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক।

লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি যোগ দেন।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের চিকিৎসা সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে চলছে। খুব বেশি উৎকণ্ঠার মতো পরিস্থিতি মনে হচ্ছে না। আগামী ১২ ঘণ্টা পর মেডিকেল বোর্ড আবার বসবে।

আত্মীয়দের উপস্থিতি ও পরিবারের তদারকি

জাহিদ হোসেন জানান, লন্ডন থেকে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও হাসপাতালে উপস্থিত আছেন। পরিবারের অন্যান্য সদস্যরাও নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।

দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

খালেদা জিয়া দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন দলের নেতারা।

৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানান জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছেন। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।