Image description

ময়মনসিংহে ট্রেনে আগুন দেওয়ার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর পাটগুদাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম সোহেল মাহমুদ। তিনি স্থানীয় যুবলীগের কর্মী। বিষয়টি নিশ্চিত করেছে ময়মনসিংহ কোতয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের  আব্দুল হালিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কেতোয়ালী থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।

পুলিশ জানায়, গত বুধবার ভোররাতে গান পাউডার ছিটিয়ে ময়মনসিংহ জংশনস্টের কাছে ওয়াশপিটে দাড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে।

এরপরেই ঘটনার সাথে জড়িতদের ধরতে নজরদারি বাড়ায় পুলিশ। পরে  বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে নগরীর পাটগুদাম এলাকা থেকে অভিযান চালিয়ে সোহেল মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ। ট্রেনে আগুন দেয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত সোহেল মাহমুদ আগুন দেয়ায় মূলহোতা ছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানিয়েছেন বাকী আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে ।