Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় বিএনপি সম্ভাব্য ২৩৭ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে। সেই সম্ভাব্য প্রার্থীর তালিকায় নিজের নাম না থাকায় দল বদল করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী।

 

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে চরমোনাই পীর মুফতি রেজাউল করীমের সান্নিধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী। এরআগে মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয়তাবাদী কৃষক দলের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

 

বিএনপি নেতা আনসারী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি পদে ছিলেন। এছাড়াও তিনি মেলান্দহ উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্যের দায়িত্বে রয়েছেন। তার ইসলামী আন্দোলন বাংলাদেশ যোগদানের খবরে এলাকায় নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আনসারী। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি নতুন রাজনৈতিক ঠিকানা হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেছে নিয়েছেন। এরআগে মঙ্গলবার তিনি কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতির পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেছেন।

এ বিষয়ে দৌলতুজ্জামান আনসারী বলেন, গত ৫ আগস্টের পর থেকে বিএনপি শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শের মধ্যে নেই। এ দলের বদনাম ছড়িয়ে পড়েছে। এরপরেই আমি দলের সাথে সম্পর্ক ছিন্ন করেছি। গত প্রায় আট মাস থেকে আমি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাই না। আমি কৃষক দলের পদ থেকে পদত্যাগ করেছি। আমি দলের কাছে মনোনয়ন চাইনি। তবে ইসলামী আন্দোলনে যোগদান করেছি।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু বলেন, তাকে উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য পদে রাখা হয়েছে। তিনি উপজেলার বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তিনি দল থেকে পদত্যাগ করায় রাজনীতি বা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বিএনপি নেতা আনসারী জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর এলাকার বাসিন্দা।