ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন নবীনগরে চলছে স্থানীয় বিএনপির জটিল রাজনৈতিক সমীকরণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির খসড়া মনোনয়ন তালিকায় বঞ্চিত সাত নেতা এক মঞ্চে উঠেছেন।
বুধবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো. নাজমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, তকদীর হোসেন মোহাম্মদ জসীম, মো. সায়েদুল হক সাঈদ, সালাহ্ উদ্দিন ভূইয়া শিশির, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কয়েক হাজার দলীয় নেতাকর্মী সমাবেশে উপস্থিত হলে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ।
সভায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার কর্মসূচি উপজেলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে বক্তারা বলেন, ‘নবীনগরের মানুষ চায় ধানের শীষে ভোট দিয়ে এই আসনকে খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে। কিন্তু যাকে খসড়া মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত নবীনগরে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণায় অংশ করে নাই। স্বৈরাচারী
হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামেও ছিলো না, তিনি জনবিচ্ছিন্ন। তারা আরো জানান, আমরা সাতজন মনোনয়নপ্রত্যাশী ঐক্যবদ্ধভাবে আজকে এই মঞ্চ থেকে হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে নিয়ে খসড়া মনোনয়ন রিভিউয়ের আবেদন এবং জনমতের ভিত্তিতে চূড়ান্ত মনোনয়ন যোগ্য প্রার্থীর হাতে ধানের শীষ দেয়ার দাবি করছি।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, ‘অচিরেই খসড়া মনোনয়ন পরিবর্তিত হয়ে চূড়ান্ত মনোনয়নে আমাদের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ। চূড়ান্ত মনোনয়ন যাকে দেওয়া হবে, আমরা সবাই তার পক্ষে কাজ করবো।
উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৪৭, ব্রাহ্মণবাড়ীয়া ৫ (নবীনগর) আসনে বিএনপি দলীয় প্রার্থী নির্বাচনে পুন বিবেচনার দাবিতে গত ১২ নভেম্বর বিএনপির মহাসচিবের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর লিখিত আবেদন জানিয়েছেন প্রাথমিক মনোনয়ন বঞ্চিত ওই সাত বিএনপি নেতা।