Image description
 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসনের পরিবর্তে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার নিযুক্ত করার দাবি জানাচ্ছি। তিনি বলেন, কমিশনের সব ধরনের আচরণবিধি মেনেই নির্বাচনে অংশ নেবে বিএনপি।

আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে নির্ধারিত সংলাপে এসব কথা বলেন তিনি।

এ সময় ড. মঈন খান বলেন, জেলা প্রশাসক হলো ‘জেলা সেবক’। তাই জেলা প্রশাসনের পরিবর্তে নির্বাচন কমিশনের স্বাধীন কর্মকর্তাদের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছি।

নির্বাচনী নিয়ম-কানুন প্রসঙ্গে বিএনপির এই অন্যতম শীর্ষ নেতা সতর্ক করে বলেন, নিয়ম-কানুনের বেড়াজাল বাড়ালে সমস্যা বাড়বে। প্রার্থীরা অঙ্গীকারনামা ভঙ্গ করলে তার শাস্তি কী হবে, তা স্পষ্ট আচরণবিধিতে নেই। নিয়ম-কানুন না বাড়িয়ে প্রার্থী এবং ভোটারদের মোটিভেট করার আহ্বান জানিয়েছি।

তিনি ধর্মীয় বিষয়ে নির্বাচন কমিশনের সজাগ দৃষ্টি রাখারও অনুরোধ জানান। ড. মঈন খান জোর দিয়ে বলেন, কমিশন সরকারের প্রতি নতজানু হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এর আগে দুপুর ২টায় ইসির সঙ্গে সংলাপে অংশ নিতে নির্বাচন কমিশন অফিসে আসেন বিএনপির এই সিনিয়র নেতা। এ সময় মঈন খানের সঙ্গে ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান।

শীর্ষনিউজ