Image description
 

জুলাই গণহত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে বিবৃতি দেওয়া ‘১০০১’ আওয়ামী ক্যাডার শিক্ষকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশের চারটি প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ।

 

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) অভিযুক্ত শিক্ষকদের চিহ্নিত করে চাকরি থেকে অব্যাহতি দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১০ কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছে।

 
 

যৌথ বিবৃতিতে ছাত্র সংসদগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের প্রতি সন্তোষ জানিয়ে বলেন, “জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এক যুগান্তকারী পদক্ষেপ।”

বিবৃতিতে বলা হয়, ড্রোন, হেলিকপ্টার এবং লেথাল উইপন ব্যবহার করে আন্দোলনকারী ছাত্র-জনতার বিরুদ্ধে হামলার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে। তার অধীনস্থ আইনশৃঙ্খলা বাহিনীর বাধাহীন হামলায় ২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুল ও আশুলিয়ায় ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ফলে সর্বোচ্চ দণ্ডাদেশ পাওয়াটা ন্যায়সঙ্গত বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

 

53dbee14-ab59-4bb1-ac18-c7481f7c13dd

ছাত্র সংসদগুলোর দাবি, শেখ হাসিনার পক্ষে ‘১০০১ জন’ শিক্ষকের নামে প্রকাশিত বিবৃতিতে বাস্তবে ৬৫৯ জনের নাম পাওয়া গেছে, যা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা। বিবৃতিতে কিছু শিক্ষকের নাম তাদের অজান্তে যুক্ত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত মানবতাবিরোধী অপরাধীর পক্ষে বিবৃতি প্রদান করা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায় অমান্য করার শামিল। এটি জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অবমাননাকর।”

ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু যৌথভাবে সংশ্লিষ্ট প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দ্রুত তদন্ত শুরু করার আহ্বান জানায়। একই সঙ্গে আল্টিমেটাম দিয়ে বলা হয়- খুনি হাসিনার পক্ষে বিবৃতি দেওয়া শিক্ষকদের ১০ কার্যদিবসের মধ্যে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অব্যাহতি দিতে হবে।

যৌথ বিবৃতিতে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলা হয়-

“যেসব শিক্ষক মানবতাবিরোধী অপরাধীর পক্ষে অবস্থান নিয়েছেন তাদের ক্লাস-পরীক্ষা বয়কট করুন। সামাজিক ও একাডেমিক সব ক্ষেত্রে প্রতিহত করুন।”