Image description

নারায়ণগঞ্জ শহরে কৃষকদল নেতা নাহেদুর রহমান পারভেজকে প্রকাশ্যে মারধর ও তাকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে মাইসদাইর বাজারের বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত নাহেদুর রহমান পারভেজ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় মো. ফিরোজ মিয়ার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সড়কের মধ্যে চারজন যুবক ছুরি দিয়ে পারভেজকে আঘাত করছে ও মারধর করছে। এদের মধ্যে একজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোন নিয়ে পারভেজের সঙ্গে জাহিদ নামে এক ব্যক্তির কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছিল। এর জেরে শনিবার বিকালে চার থেকে পাঁচজন ব্যক্তি মিলে পারভেজকে মারধর ও ছুরিকাঘাতে আহত করে। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করা হয়। তবে তিনি গুলিবিদ্ধ হয়নি। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলার বিষয়ে ভুক্তভোগী ও আহত নাহেদুর রহমান পারভেজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুনেছি এই গলিতে বুইট্টা মাসুদরা মাদক ব্যবসা করে। ওই সময় তারা মনে করছে আমি তাদের মনিটরিং করছি। এ কারণে তারা আমার ওপর হামলা করে ও অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়ে। তবে ভাগ্যক্রমে সেই গুলি আমার শরীরে লাগেনি।’

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, ‘পারভেজ নামে একজনকে তিন-চারজন মিলে আক্রমণ করছিল। তিনি আহত হলে প্রথমে খানপুর ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সিসি ক্যামেরার ভিডিও দেখে ঘটনার তদন্ত চলছে।’

দ্বন্দ্বের বিষয়ে তিনি বলেন, ‘কী নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল তা এখনও জানা সম্ভব হয়নি। তবে যারা হামলা করেছে, তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ বিষয়ে তদন্ত চলছে।’