ভারতের দালালী করে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না: যশোরে মাহমুদুর রহমানদৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ভারতের দালালী করে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না, থাকতেও পারবে না। তিনি বলেন, ভারতের প্রশ্নে কোন ছাড় নেই। যারা বা যে দল ভারতের দালালী করবে, তাদের প্রতিহত করতে হবে। আজ শনিবার সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ‘জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতি ও আমাদের করণীয়’- শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জ্ঞানচর্চাভিত্তিক সংগঠন প্রাচ্যসংঘ যশোর।
সংগঠনটির সুপ্রিম কাউন্সিল সদস্য আখতার ইকবাল টিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তৃতা করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ ও প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা লেখক-গবেষক বেনজীন খান।
মুখ্য আলোচকের বক্তৃতায় ড. মাহমুদুর রহমান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘শুধু সরকারই নির্বাচনে কারচুপি করে না, রাজনৈতিক দলও করে। আপনারা জনগণের কাছে ওয়াদা করেন যে আপনারা কারচুপি করবেন না’।
একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যেতে পারে- উল্লেখ করে তিনি বলেন, ‘দিল্লি থেকে দেশকে বিপর্যস্ত করার চেষ্টা চলছে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়ে গেলে তারা আর ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ পাবে না’। এজন্য সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
মাহমুদুর রহমান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের তরুণরা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জেগে উঠেছে। যারা জুলাই যুদ্ধে অংশ নিয়েছে, তারা প্রত্যেকেই এই পলিটিক্যাল পাওয়ারের অংশ। এদেরকে কেউ ‘ইগনোর’ করতে পারবে না’।
‘জুলাই জেনারেশনে’র উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোন পলিটিক্যাল স্ট্রাগল বিজয়ী হবে না, যদি না কালচারাল স্ট্রাগলে বিজয়ী হতে পারি। হিন্দুত্ববাদী সিস্টেম আমাদের বাঙালী মুসলমানের ইতিহাস ও ঐতিহ্য শিখতে দেয়নি। ভারতীয়দের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা বই-পুস্তক লিখেছি। সেইসব বই-পুস্তকে বাঙালী মুসলমানের ইতিহাস-ঐতিহ্য স্থান পায়নি’।
লেখাপড়ার মাধ্যমে বাঙালী মুসলমানের ইতিহাস-ঐতিহ্য তুলে আনতে পারলে ব্রাম্মন্যবাদী সাংস্কৃতিক আধিপত্য পরাজিত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, ‘এই সাংস্কৃতিক যুদ্ধে জয়লাভ করতে পারলে আমরা রাজনৈতিক যুদ্ধেও জয়লাভ করতে পারবো। তাহলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট আর ফিরতে পারবে না’।
অনেকেই হাসিনার ফিরে আসা সম্পর্কে জিজ্ঞেস করেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘হাসিনা আর ফিরবে না, ক্লোজড। সুষ্ঠু অবাধ নির্বাচন করতে পারলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের কবর রচনা হয়ে যাবে’। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, ‘কোন ভারতীয় দালালকে ভোট দেবেন না। আমরা দল বুঝি না। আমরা শুধু বুঝি ভারতীয় কোন দালাল যেন সংসদে যেতে না পারে’।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘১৮ কোটির বাংলাদেশে দিল্লি আর কোনদিন আধিপত্য বিস্তার করতে পারবে না’।