আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জ গণপূর্ত অফিসে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় একটি গাড়িতে আগুন ধরে যায়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শহরের মডেল স্কুল রোডে এ ঘটনা ঘটে।
গণপূর্ত অফিস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ভোরে কে বা কারা গণপূর্ত অফিসের মধ্যে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় গণপূর্ত অফিসে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে বিষয়টি টের পেয়ে গণপূর্ত অফিসের কর্মচারীরা গাড়ির আগুন নিভিয়ে ফেলে। এতে এলাকা জুড়ে সৃষ্টি হয় আতঙ্কের।
এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে জেলা জুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
গণপূর্ত অফিসে নিরাপত্তা প্রহরী আব্দুর রহিম জানান, ভোরে কে বা কারা অফিসের মধ্যে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে আমরা টের পেয়ে আগুন নিভিয়ে ফেলি।
গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচাজ (ওসি) শাহ আমল বলেন, ‘বিষয়টি আমি মাত্রই জেনেছি। এখন পর্যন্ত গণপূর্ত কর্তৃপক্ষ আমাদের কিছুই জানায় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।