Image description
 

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগামীর বাংলাদেশে দুর্নীতি, দুঃশাসন আর দখল থাকবে না। রাজনীতিতে মাফিয়া ও দূর্বৃত্তদের কোন স্থান হবে না।

শনিবার সন্ধ্যায় স্থানীয় ইনস্টিটিউট মাঠে গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুর এসব কথা বলেন।

কৃষিপ্রধান দিনাজপুরসহ উত্তরাঞ্চলের প্রসঙ্গ টেনে নুর বলেন, দিনাজপুরে একটি চিনিকল ছিল আজকে সেটি বন্ধ হয়েছে। রংপুরসহ কুষ্টিয়ায় চিনিকল ছিল, আমাদের পাটশিল্প ছিল, বিদেশি ষড়যন্ত্রে দেশকে পঙ্গু করার জন্য এগুলো বন্ধ করা হয়েছিল। আমরা তরুণদের প্রতিনিধি হিসেবে নতুন রাজনৈতিক দল হিসেবে চাই এই চিনি শিল্পগুলোকে বাঁচাতে। বন্ধ কলকারখানা আবার চালু করতে হবে। পুনরায় পাট শিল্পগুলোকে চালু করতে হবে। কৃষি পাটপ্রধান বাংলাদেশ হিসেবে কৃষকের স্বার্থরক্ষায় পরিকল্পিতভাবে কৃষিনীতি প্রণয়ন করতে হবে। কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কৃষকদের স্বার্থ রক্ষার পাশাপাশি এই দেশের শিক্ষিত তরুণদের জন্য কিভাবে নতুন কর্মসংস্থান করা যায়, কিভাবে শিল্পাঞ্চল গড়ে তোলা যায়, অর্থনৈতিক জোন গড়ে তোলা যায় সেই পরিকল্পনা নিয়েই আমাদেরকে আগাতে হবে। তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

 

তিনি বাংলাদেশের গত ৫০ বছরের পুরোনো ধারার ও পুরানো রাজনীতি, দূর্নীতি ও লুটপাটের পথ পরিহারের আহবান জানান।

গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম আজমের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজিব, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মাসুদ মোন্নাফ, প্রচার প্রচারনা সহসম্পাদক সোহাগ হোসেন ও ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মো. মামুনুর রশীদ মামুন।

গণসমাবেশে পোজীবি অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তোফায়েল আহমেত দিহান, গণঅধিকার পরিষদের নেতা মো. শাহজাহান, হাজী মো. কামাল হোসেনসহ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।