Image description
 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফির সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৮ নভেম্বর) সকালে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

 

‎দলীয় সূত্রে জানা যায়, জলঢাকা ডাকবাংলো মাঠ থেকে কয়েক হাজার মোটরসাইকেলযোগে শোভাযাত্রাটি শুরু হয়ে জলঢাকা পৌরসভাসহ নির্বাচনি এলাকা প্রদক্ষিণ শেষে স্থানীয় জামায়াত অফিসে এসে শেষ হয়।

এই নির্বাচনি শোভাযাত্রায় জলঢাকার সমর্থকরা অংশগ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা ও শান্তিপূর্ণভাবে দলীয় প্রতীক প্রদর্শনের মধ্য দিয়ে প্রার্থীর পক্ষে সমর্থন জানান তারা।

 

মাওলানা ওবায়দুল্লাহ সালাফি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের লক্ষ জলঢাকাকে নৈতিক ও উন্নত শহরে পরিণত করা। জনগণের ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চালু হলে ৫ বছরের মধ্যেই দেশ সন্ত্রাস,দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত হবে।’

তিনি আরো বলেন, ‘তরুণরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা পরিবর্তনের দূত হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, জলঢাকাবাসী এবার সত্যিকারের জনগণের প্রতিনিধিকে বেছে নেবেন।

 

‎‎উপজেলা জামায়াতের আমির মোখলেছার রহমান মাস্টার বলেন, দাড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, আজকের এই শোভাযাত্রা তা প্রতীয়মান হয়েছে।

 

শোডাউন চলাকালে জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জলঢাকা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ বলেন, ‘নির্বাচনে আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ।’

 

‎স্থানীয় নেতা কর্মীরা জানান, এ কর্মসূচির মাধ্যমে নির্বাচনে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হবে এবং জনগণের ঐক্য ও পরিবর্তনের অঙ্গীকার আরও দৃঢ় হবে।