Image description
 

ওমানে সড়ক দুর্ঘটনায় মো. সাইফুল ইসলাম (২৫) নামে এক যুব‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সাইফুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইলশা গ্রা‌মের মো. ছিদ্দিক আহমদের ছেলে।

 

স্থানীয় প্রবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে এক বন্ধুর দাওয়াতে যোগ দিতে নিজের প্রাইভেট কারে করে যাচ্ছিলেন সাইফুল। পথিমধ্যে ওমানের সুর সড়ক এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার তাকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটো গাড়িই দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান।

 

পা‌রিবা‌রিক সূত্রে জানা যায়, তিন ভাইবোনের মধ্যে সবার বড় ছিল সাইফুল। বিগত আড়াই বছর আগে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির স্বপ্ন নিয়ে ওমানে যান সাইফুল ইসলাম। সেখানে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। কাজের সুবিধার্থে তিন মাস আগে একটি প্রাইভেট কার কিনে সে। সেই গাড়িই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

নিহতের চাচাতো ভাই আসিফ আকবর মনছুর জানান, সাইফুলের মরদেহ বর্তমানে ওমানের স্থানীয় সু হাসপাতালে মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।