Image description

পাবনার চরতারাপুরের একটি স্কুলের মাঠে দলের কার্যালয় বানানোর ছদ্মবেশে তিনতলা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। স্কুলের মাঝখানে হওয়ায় শিক্ষার্থীরা পাঠদান ও ক্রীড়া, সাংস্কৃতিক কার্যক্রমে ভোগান্তির শিকার হচ্ছে।

অভিযুক্ত আব্দুল বাতেন চরতারাপুরের নতুন বাজার এলাকার আব্দুল মাজেদের ছেলে। তিনি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে ছোট একটি টিনের ঘর দিয়ে শুরু হলেও পরে স্কুলের শহীদ মিনারের পাশে তিনতলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করা হয়। বাড়ির প্রবেশ পথও স্কুলের ভেতর দিয়ে করা হয়েছে, যার কারণে স্কুলের গেট নির্মাণও সম্ভব হয়নি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসাইন বলেন, “বাড়ির কারণে আমরা চরমভাবে বিব্রত। লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ক্রীড়া ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের জন্য জায়গা হচ্ছে না। দ্রুত বাড়ি অপসারণ প্রয়োজন।”

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনও স্কুলের পরিবেশ ও শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল্লাহ আল মামুন বলেন, “২০১৩ সালের দিকে বাড়ি নির্মাণ করা হলেও আমরা বহুবার প্রশাসনিক দপ্তরে অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ হয়নি।”

অভিযুক্ত আব্দুল বাতেন দাবি করেছেন, “বিদ্যালয়ের জমিদাতার কাছ থেকে ২০২২ সালে আমি প্রায় ৪ শতাংশ জমি কিনেছি। এই জমিতে বাড়ি নির্মাণ করেছি।”

পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম জানান, “শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে কোনো ব্যক্তিগত বাড়ি থাকা চলবে না। বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটিকে তদন্তের জন্য দেওয়া হয়েছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকাটাইমস