
মাত্র ১০ টাকায় ইলিশ মাছ বিতরণের ঘোষণা দিয়ে বিতর্কের মুখে পড়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার রায়হান জামিল।
রায়হান জামিল বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ৬০০টি ইলিশ মাছ বিতরণের উদ্যোগ নেন। কিন্তু মাছ নেওয়ার জন্য উপস্থিত লোকসংখ্যা ছিল কয়েকগুণ বেশি। ফলে সকলকে ইলিশ দিতে না পারায় উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে রায়হান জামিল পরিস্থিতি সামাল দিতে না পেরে স্থানীয়ভাবে ‘মাফ চেয়ে’ ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান জামিল ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে এলাকায় প্রচারণা চালাচ্ছেন। এরই অংশ হিসেবে তিনি ‘জনগণের মন জয় করার জন্য’ ১০ টাকায় ইলিশ মাছ বিতরণের ঘোষণা দেন। এর আগে তিনি একইভাবে দুই টাকা কেজিতে চাল বিতরণ করেছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল থেকে দুই সহস্রাধিক মানুষ ইলিশ নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। মাছ বিতরণের শুরুতেই শেষ হয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় রায়হান জামিল ভাসানচর ইউনিয়ন এলাকায় পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি সেখান থেকে নিরাপদে সরে আসেন।
রায়হান জামিল বলেন, “দেশের সবচেয়ে দামি মাছ ইলিশ। অনেকের জন্য এটি ক্রয় করা সম্ভব নয়। আমি এলাকার ৬০০ মানুষের মাঝে প্রতি পিস মাছ ১০ টাকায় বিতরণের চেষ্টা করেছি। কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হওয়ায় সবাইকে দিতে পারিনি। ঘটনার জন্য সকলের কাছে ক্ষমা চাইছি।”
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, “ঘটনা সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছিল। তিনি আমাদের কথা না শুনে কার্যক্রম চালান। পরে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।”
ঢাকাটাইমস